Daily

এবার দুর্দান্ত সব স্পেসিফিকেশন নিয়ে স্যামসাং বাজারে আনলো দুটি বিজনেস এডিশন ল্যাপটপ। দেখতেও যেমন অসাধারণ, তেমনই আকর্ষণীয় ফিচার নিয়ে ইতিমধ্যেই বাজার কাঁপাতে এসে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি বুক আর স্যামসাং গ্যালাক্সি বুক প্রো এর দু-দুটি ল্যাপটপ। বর্তমানে আমেরিকার মার্কেট মোটামুটি ভালো মতোই দখল করেছে এই দুটি অত্যাধুনিক ল্যাপটপ। তবে খুব শীঘ্রই ভারতেও মিলবে বলে জানিয়েছে সংস্থা। কত দাম জানেন?
স্যামসাং গ্যালাক্সি বুক বিজনেস এডিশন ল্যাপটপটির দাম ৮৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬,১০০ টাকা। আর, স্যামসাং গ্যালাক্সি বুক প্রো বিজনেস এডিশন ল্যাপটপটি (১৩.৩ ইঞ্চির ভ্যারিয়েন্ট) ১,০৯৯ ডলার ও (১৫.৬ ইঞ্চির ভ্যারিয়েন্ট) ১,১৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। ভারতীয় মুদ্রায় পরিবর্তিত করলে যা দাঁড়াচ্ছে প্রায় ৮০,৯০০ টাকা ও প্রায় ৮৮,৩০০ টাকা। আর কালার! চোখ সরাতে পারবেন না। দু’টি ল্যাপটপই মিস্টিক ব্লু ও মিস্টিক সিলভার কালারে পাওয়া যাচ্ছে। দাম শুনে আঁতকে উঠবেন না। স্পেসিফিকেশনটাও জানুন।
গ্যালাক্সি বুক প্রো এর দুটি ভ্যারিয়েন্টই ফুল অ্যামোলেড ডিসপ্লে ভ্যারিয়েন্টে এসেছে। এতে ব্যবহার করা হয়েছে ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর আর সাথে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স। সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম। গ্যালাক্সি বুক বিজনেস এডিশন ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি এলসিডি। প্রসেসর আর গ্রাফিক্স যদিও একই। রয়েছে ১৬ জিবি র্যাম। ব্যাটারি পাওয়ার নিয়ে কোনোরকম আপশ করেনি কোরিয়ান এই টেক জায়েন্ট সংস্থাটি।
তাহলে আর দেরি কেন? অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্পেসিফিকেশন গুলো ভালো করে দেখে নিয়ে অর্ডার করে ফেলুন শিগগিরি। স্যামসাং-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করা যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট