Market

স্বল্পমূল্যের ফিচার ফোন বিক্রি থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে স্যামসাং। ভারতের বাজারে আর এই ধরণের ফোন বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি। এমনকি সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, ভারতের বাজারে স্যামসাং ১৫ হাজার টাকার বেশি দামের স্মার্টফোন বিক্রির দিকেই নজর দেবে আপাতত। কিন্তু কেন স্যামসাংয়ের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হল?
সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতের বাজারে ভালোরকম চাহিদা কমছে ফিচার ফোনের। আর চাহিদা কমায় অবিক্রিত বহু ফিচার ফোন পড়ে রয়েছে এমনই। একইসঙ্গে বেড়েছে কাঁচামালের সমস্যা। ফিচার ফোন প্রস্তুত করার নিরিখে এবং অবশ্যই ভারতের ফিচার ফোন বাজারে সবার আগে এগিয়ে থাকত স্যামসাং। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন বাজারে এসে গিয়েছে লাভা, আইটেলের মত বেশ কয়েকটি সংস্থার ফোন। যে কারণে ভারতের বাজারে তৈরি হয়েছে বড়রকম প্রতিদ্বন্দ্বিতা। আর যে কারণে র্যাট রেসে পিছিয়ে পড়ছে স্যামসাং। তাই ১৫ হাজার টাকার বেশি দামের ফোনের দিকেই নজর দিচ্ছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা।
এখন প্রশ্ন হচ্ছে, যে সময়ে দেশের মানুষের হাতে সঞ্চিত অর্থের পরিমাণ কমেছে কিছুটা। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কারণে হোঁচট খাচ্ছেন দেশের মানুষ, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি আদৌ ভারতের বাজারে ১৫ হাজার টাকার বেশি স্মার্টফোন নিয়ে যুক্তিযুক্ত হচ্ছে স্যামসাংয়ের জন্য? আপাতত সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বাজার বিশেষজ্ঞদের মুখেমুখে।