Daily

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ অক্টোবর উদ্বোধন করেন ভারতে ৫জি প্রযুক্তির। সেই থেকে যত দ্রুত সম্ভব সমগ্র দেশে এই পরিষেবা চালু করতে মরিয়া কেন্দ্র। নিজেদের ফোনকে এই পরিষেবা গ্রহণের উপযুক্ত বানানোর জন্য বেশ ভালোরকম জোর দিচ্ছে ফোন প্রস্তুতকারী সংস্থাগুলিও। আর তাই এবার স্যামস্যাং এবং অ্যাপেলের মতো সংস্থা, নিজেদের ফোনের সফটওয়্যার আপডেটের কথা জানালো নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে।
কিন্তু এই ৫জিকে ঘিরেই আবার তৈরি হয়েছে মতবিরোধ । ভারতী এয়ারটেল এবং জিওর মতো সংস্থাগুলি যেখানে দাবি করছে, স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি এখনো তাদের ফোনে এই পরিষেবা গ্রহণের মত কোন সফটওয়্যার আপডেটই আনেনি সেখানে আবার স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি দাবি করছে, ৫জির উপযুক্ত পরিকাঠামোই এখনো তৈরি হয়ে ওঠেনি। কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ না তৈরি করে যদি দুই পক্ষ একসাথে মিলে কাজ করে তাহলে সমগ্র দেশে ৫জি পরিষেবা চালু হতে আর বেশি দিন বাকি নেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এই অবস্থায় টেলিকম দপ্তর ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বুধবার এক বৈঠক করেন স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে। এই বৈঠকে ফোনকে যত তাড়াতাড়ি সম্ভব ৫জির জন্য প্রস্তুত করতে বলা হয়েছে। এর পরেই নভেম্বর থেকে ফোনে আপডেট দেওয়ার কথা জানায় স্যামসাং। ডিসেম্বরে ৫জি সফটওয়্যার আপডেট পাবে আইফোন এসই ও ১২,১৩,১৪ এর মত মডেলগুলি। অপরদিকে ওপ্পো আর শাওমির দাবি তাদের ফোন সম্পূর্ণ প্রস্তুত ৫জির জন্য।
বিজনেস প্রাইম নিউস
জীবন হোক অর্থবহ