Trending

আগামীকাল মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত সম্রাট পৃথ্বীরাজ। ইতিমধ্যেই অভিনেতা প্রচারের আলোয় এসেছে মেগা বাজেটের এই ছবি। কিন্তু এতকিছুর মধ্যেও প্রি টিকিট বুকিং এ হতাশ নির্মাতাদের হতাশ করলো সম্রাট পৃথ্বীরাজ।
সূত্রের খবর, ছবি রিলিজের আগে মাত্র ১০ হাজার টিকি বিক্রি হয়েছে এই ছবির। গত বুধবার পর্যন্ত মাত্র ১০ হাজার টিকিট বিক্রি হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশার মুখে নির্মাতারা। যেখানে কদিন আগে মুক্তিপ্রাপ্ত ভুল ভুলাইয়া ২ এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল প্রায় ৩০ হাজার মত, সেখানে সম্রাট পৃথ্বীরাজ সিনেমার টিকিট বিক্রি নগণ্য। কাজেই এই সিনেমার বক্স অফিস কালেকশন কি হতে পারে, সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অগ্রিম বুকিং- এর আয়ের দিক থেকেও অনেক পিছিয়ে সম্রাট পৃথ্বীরাজ। এই কদিনে আয় হয়েছে এক কোটিরও কম। এর কারণ হিসেবে যদিও দক্ষিণী সিনেমা ‘ বিক্রম ‘ এবং ‘ মেজর ‘ এর ক্রেজ রয়েছে বলেই মনে করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ