Daily

বাংলাদেশের ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সম্প্রতি করোনা মহামারীর মধ্যেই বিয়ে হল খর্বাকৃতি দুই তরুণ-তরুণীর। দৈহিক আকৃতিতে ৪০ ইঞ্চি উচ্চতার আব্বাস উদ্দিন ও ৪২ ইঞ্চি উচ্চতার মিম খাতুনের বিয়ে হয়। তাদের বয়স যথাক্রমে ৩০ ও ১৮। তাদের বিয়ে নিয়ে উভয় পরিবারের সদস্যরা মহাখুশি।
আব্বাস উদ্দিনের মা সালেহা খাতুন বলেন, কৃষক ছেলের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে শৈলকুপা এলাকার লক্ষনদিয়া গ্রামে ইউনুস আলীর একটি মেয়ে আছে বলে খোঁজ পাই। তারপর আমাদের তরফ থেকে বিয়ের প্রস্তাব পাঠানোর পর রাজি হন মেয়ের বাড়ির লকজন। এরপর আব্বাস উদ্দিনের সঙ্গে মেয়ের বিয়ে সম্পন্ন হয়।
আব্বাস ও মিম জানান, তাদের দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য সবাই যেন তাদের দোয়া করেন।
ব্যুরো রিপোর্ট