Story
সাম্প্রতিক ইয়াসের কবলে ব্যাপক ক্ষতি নেমে আসে রাজ্যের চাষের ক্ষেত্রে। রাজ্যের হাজার হাজার হেক্টর চাষের জমিতে নোনা জল ঢুকে পড়ায় মাথায় হাত পড়ে বিশেষ করে ধানচাষিদের। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের হাজার হাজার হেক্টর জমিতে সামুদ্রিক নোনা জল ঢুকে পড়ায় সংকট নেমে আসে হাজার হাজার চাষি পরিবারে।
উপকূলবর্তী জেলাগুলোতে সামুদ্রিক নোনা জল ঢুকলেও যাতে চাষের ক্ষতি না হয় সেই দিকেই লক্ষ্য রেখে তৈরি করা হয় বিশেষভাবে নোনা সহনশীল ও জলমগ্নতা সহনশীল ধান। যাতে জমি জলে ডুবে গেলেও ধান চাষের কোনো ক্ষতি না হয়।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় কৃষিবিজ্ঞান কেন্দ্র, হলদিয়া এনার্জি লিমিটেড এবং কলকাতার লিবারাইজেশন অফ সোসাইটি থ্রু এডুকেশন এন্ড রিসার্চের যৌথ ব্যবস্থাপনায় জেলার সুতাহাটা ব্লকের হলদি নদীর তীরবর্তী গ্রাম রূপনারায়ণ চকে নোনা ধানের বীজ রোপণের কর্মসূচি নেওয়া হয়।
কৃষকদের হাতে নতুন ধরনের নোনা সহনশীল বীজ তুলে দেওয়ার পর এদিন রোপণ অনুষ্ঠানে হাজির হয়ে তৃপ্তির হাসি ফুটে উঠল সোসাইটির মানুষদের মধ্যেও।
যাদের জন্য এই উদ্যোগ সেই চাষীরাও আজ খুশি নতুন প্রজাতির ধান রোপন করে।
পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে কাঁথি রামনগর নন্দীগ্রাম ও খেজুরির মাঠে মাঠে আজ মাথা তুলে দাঁড়িয়েছে নোনা সহনশীল নতুন ধানের চারা।
প্রসূন ব্যানার্জি, পূর্ব মেদিনীপুর