Daily
আজ খুশির ঈদ। সারা দেশের মত আজ বাংলাও মেতেছে পবিত্র এই উৎসবে। নামাজ পড়া থেকে খাওয়াদাওয়া, আনন্দ- সমস্তটা মিলিয়ে এক হৈ হৈ ব্যাপার। ঈদ মানেই মিষ্টিমুখ। ঈদের মিষ্টি মানেই সেমাই। তাই বাংলার বিভিন্ন বাজার জুড়ে সাজানো রয়েছে হরেক রকম সেমাই।
পবিত্র ঈদ উপলক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া বাজার সেজেছে রকমারি সেমাইয়ে। রংবেরঙের সেমাই আর সাথে তাদের একেক রকম স্বাদ। দামেও তারা ভিন্ন। রয়েছে বাংলা, বিহারের সেমাই। আর এই সব কিছুর সাথে আবার টক্কর দিচ্ছে পাটনার সেমাই। বাজারে বেশ ভালো রকম ক্রেজ জমিয়েছে এই পাটনার সেমাই। বাজারে কোন সেমাইয়ে কি দাম? জেনে নিন বিক্রেতার মুখ থেকেই।
গত দুবছর যাবত অতিমারির কারণে উৎসবের আনন্দে ভাটা পড়েছিল। বন্ধ ছিল নামাজ পড়া। বিক্রিবাটাও ছিল তলানিতে। তবে এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তাই বিক্রি বেড়েছে আগের চেয়ে তিনগুন। বহুদিন পর খানিক স্বস্তিতে বিক্রেতারা।
সবটা মিলিয়ে এবারের পবিত্র ঈদের রমরমা বাজার পেয়ে খুশি উত্তর দিনাজপুরের বিক্রেতারা।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর