Daily

গত দুবছর যাবৎ বন্ধ মহার্ঘ ভাতা। কারণ, করোনা। জুলাইতে মিলবে সেই ভাতা, এমন কানাঘুষো শোনা গেলেও, সরকারি তরফে কিছুই জানানো হয়নি কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
তবে অর্থমন্ত্রকের এক বৈঠক সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিক থাকলে হয়তো সেপ্টেম্বরে পাওয়া যাবে ডিএ। এই মুহূর্তে ১৭% হারে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেতন পাচ্ছে, সব ঠিক মতো এগোলে আগামী সেপ্টেম্বরেই ৩১% হারে পেতে পারেন ডিএ, বাড়তে পারে বেতন। পে স্কেলের উপর নির্ভর করে, নূন্যতম ৩০০০ টাকা থেকে প্রায় ৩০০০০ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে কর্মীদের।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ২০২২ সালে ডিএ এবং ডিআর দেওয়ার জন্যে ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারেন। এতে পেনশনভোগীরাও উপকৃত হবেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। যদিও সেপ্টেম্বরেই চূড়ান্ত ঘোষণা করবে অর্থমন্ত্রক। সম্ভাব্য অক্টোবরেই বৃদ্ধি পাওয়া বেতন হাতে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
ব্যুরো রিপোর্ট