Daily

ফের বেতন বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পুজোর আগেই বাড়তে পারে বেতন। বেতন বাড়তে পারে ৪৮০০ টাকা পর্যন্ত, জানালো কেন্দ্র।
অতিমারির কারণে একাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের সন্তানদের শিক্ষার জন্য সন্তান শিক্ষা ভাতা ক্লেম করতে পারেননি। এবার তাঁরা সেই টাকার জন্য আবেদন জানাতে পারবেন বলে জানাল কেন্দ্র। এর জন্য কোনো রসিদ বা বিল কিছুই জমা দিতে হবে না। কেন্দ্র আরও জানিয়েছে যে, সপ্তম পে কমিশন অনুযায়ী সন্তানদের শিক্ষার জন্য ২,২৫০ টাকা এডুকেশন অ্যালাওয়েন্স পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
সন্তানের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত বাধা এতদিন পাচ্ছিলেন, এবার থেকে সেই সমস্যারও সমাধান করে দেয়া হলো। এডুকেশন অ্যাালাওয়েন্সের এই ক্লেম তারা সেলফ সার্টিফাইড ছাড়াও অন্নান ক্ষেত্র অর্থাৎ রেজাল্ট, রিপোর্ট কার্ড, ফি পেমেন্ট, ইমেল, এসএমএসের প্রিন্ট আউটের দ্বারাও এই ক্লেম করতে পারবেন।
ব্যুরো রিপোর্ট