Jobs

ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির এবার দুর্দান্ত সুযোগ। ২৪৫ জন ম্যানেজমেন্ট ট্রেনিকে নিয়োগ করতে চলেছে স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া। ইঞ্জিনিয়ারিং-এর যেকোনো শাখায় কমপক্ষে ৬৫ ৫ নম্বর থাকতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। শুরুতে ১ বছরের ট্রেনিং পাবেন প্রার্থীরা। সফল হলে বেসিক পে থাকছে ৫০ হাজার টাকা। মূল মাইনে হবে ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। প্রার্থী বাছাই করা হবে ২০২২ সালে গেট পরীক্ষার স্কোর হিসেবে।
কোন কোন পদে আবেদন করা যাবে?
মেক্যানিকালঃ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল,ইন্ডাস্ট্রিয়াল, থার্মাল, ম্যানুফ্যাকচারিং প্রসেস ও অটোমেশন, মেকাট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনার্জি মেশিন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড অটোমেশনে ডিগ্রি থাকলে মেকানিক্যাল শাখার জন্য আবেদন করতে পারেন।
শূন্যপদের সংখ্যাঃ ৬৫
ইন্সট্রুমেনটেশনঃ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেনটেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যাড ইলেক্ট্রিক্যাল,ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার, ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স ডিজাইন অ্যান্ড টেকনোলজি, মেকাট্রনিক্স,রোবটিক্স অ্যান্ড অটোমেশন, কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে ইন্সট্রুমেনটেশন পদে আবেদন করতে পারেন।
শূন্যপদের সংখ্যাঃ ১৩
ইলেক্ট্রিক্যালঃ ইলেক্ট্রিক্যাল ইন্সট্রুমেনটেশন অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ, ইলেক্ট্রিক্যাল মেশিন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড পাওয়ার,ইলেক্ট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা ইলেক্ট্রিক্যাল শাখায় আবেদন করতে পারবেন।
শূন্যপদের সংখ্যাঃ ৫৯
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, ইলেক্ট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স থাকলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করা যাবে।
শূন্যপদের সংখ্যাঃ ১৪
মাইনিং ইঞ্জিনিয়ারিংঃ মাইনিং অ্যান্ড মিশনারি, মিনারেল ইঞ্জিনিয়ারিং,মাইনিং ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রি থাকলে মাইনিং ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করা যাবে।
শূন্যপদের সংখ্যাঃ ২৬
সিভিল ইঞ্জিনিয়ারিংঃ মেটালর্জিক্যাল, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল মেটালর্জি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে পারেন।
শূন্যপদের সংখ্যাঃ ১৬
ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারেন। আবেদন কয়ার যাবে SAIL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। SAIL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co, www.sailcareers.com । বিস্তারিত জানতে ক্লিক করুন অফিসিয়াল ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ