Jobs

নিয়োগ প্রক্রিয়া চালু হল SAIL RMD তে। নেওয়া হচ্ছে বিভিন্ন একজিকিউটিভ এবং নন একজিকিউটিভ পোস্টে। সর্বমোট ১৪৮টি পদের নিয়োগ করা হবে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিডিএস, ম্যাট্রিকুলেশন এবং বিএসসি নার্সিংয়ে। আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। পরীক্ষার ফি লাগবে ৫০০টাকা। কোন এসসি ক্যাটেগরি নেই। কবে পরীক্ষা হবে, নিয়োগের যাবতীয় খবর পেতে নজর রাখতে হবে সেলের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল:
SAIL RMD অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। পড়ে নিতে হবে যাবতীয় নির্দেশিকা। আপলোড করতে হবে আবেদনকারীর প্রয়োজনীয় নথি। পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে।
আরও বিস্তারিত জানতে নজর রাখুন https://sail.co.in ওয়েবসাইটে।
ব্যুরো রিপোর্ট