Trending
![business Prime News](https://businessprimenews.com/wp-content/uploads/2023/07/web-image-format-Recovered-10.jpg)
সাহারা ইন্ডিয়া তে বিনিয়োগ করা টাকা বহু বছর ধরে আটকে রয়েছে। বিনিয়োগকারীরা কার্যত ঐ টাকা ফেরত পাবার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। অবশেষে অপেক্ষা ও ধৈর্যের অবসান। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বেলা ১২ টার পর চালু করলেন সাহারা রিফান্ড পোর্টাল। মানুষ তাদের বহু কষ্টের সঞ্চয় করা টাকা এর মাধ্যমে ফেরত পেতে চলেছে।
এই পোর্টালটি চালু হওয়ার ৪৫ দিনের মধ্যে বিনিয়োগকারীরা তাদের টাকা অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন। এই পোর্টালটি চালু হওয়ায় উপকৃত হতে চলেছেন দেশের কয়েক লাখ মানুষ। ২০০৫ সাল নাগাদ ঘরে ঘরে ঢুকে পড়েছিল সাহারা ইন্ডিয়ার প্রচুর স্কিম। কম সময়ে বেশি লাভের আশায় অসংখ্য মানুষ টাকা রেখেছিলেন এই সব স্কিমে। তারা আজ স্বস্তির নিঃশ্বাস ফেলবেন।
অমিত শাহ পোর্টাল লঞ্চ করার অনুষ্ঠানে জানান যে এতে প্রাথমিকভাবে ৪ কোটি মানুষ উপকৃত হবেন। এই পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা স্বচ্ছভাবে ৫০০০ কোটি টাকা ফেরত পাবেন। বহু বছর ধরে আদালতে এই মামলা চলছে। আদালত টাকা ফেরত দেবার নির্দেশ দেবার পরেই সরকার এই পোর্টাল চালু করেছে। অমিত শাহ বলেন যে বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।
এই পোর্টালটি ১.৭ কোটি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে এবং সমস্ত ডিপোজিটরদের পাওনা র নিস্পত্তি করবে। প্রথমে সব বিনিয়োগকারীদের এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সব প্রয়োজনীয় নথি ও জমা দিতে হবে। এই সব নথি ৩০ দিনের মধ্যে সাহারা গ্রুপের কমিটি যাচাই করবে। সব ঠিক থাকলে ক্লেইম করার ১৫ দিনের মধ্যে এস এম এসের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে। তারপর তাদের অ্যাকাউন্ট এ সরাসরি টাকা চলে আসবে। মোদী সরকারে এই উদ্যোগে যে বহু মানুষ এর ভবিষ্যৎ যে সুরক্ষিত হবে তাতে কোন সন্দেহ নেই।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ