Daily
করোনা আবহে এবার গর্ভবতী মায়েদেরকে সুখবর শোনালেন শহরের নামকরা বেসরকারি হাসপাতালের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাক্তার পারমিতা শ্রীমানি।
গর্ভবতী মা করোনায় আক্রান্ত হলেও দুশ্চিন্তার কিছু নেই। মা করোনায় আক্রান্ত হলেও নিরাপদ মাতৃত্ব সম্ভব।
করোনার দ্বিতীয় ঢেউতে যখন চারিদিক থেকে আসছে একের পর এক খারাপ খবর ঠিক তখনই ভাগীরথী নেওটিয়া হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের এই ভিজিটিং কনসালটেন্টের মুখে শোনা গেল বেশ আশার আলো।
গর্ভবতী মায়েদের করোনাকালে তিনি দিলেন একগুচ্ছ বাস্তবোচিত পরামর্শ।
গর্ভবতী মায়েরা করোনার টিকা নেবেন কিনা ভ্যাকসিনের লাইনে দাঁড়াবেন কিনা এই প্রশ্নের উত্তরে সরাসরি সরকারি গাইডলাইনের কথা শোনালেন চিকিৎসক।
এরপরেও যদি কোন গর্ভবতী মা করোনায় আক্রান্ত হন তবে তাঁকে হাসপাতালে ভর্তি হতেই হবে এমন কোন কথা নেই বলেই দাবি করলেন ডাক্তার শ্রীমানী। সেক্ষেত্রে আক্রান্ত মা ডাক্তারের পরামর্শ অনুযায়ী শারীরিক অবনতি না হলে সেফ হোমে বা আইসোলেশনেও থাকতে পারেন।
করোনা মানে আতঙ্ক এটা ভাবার কোন জায়গায় নেই। বিশেষত এই অতিমারির সময় মানুষ যখন প্রায় দিশেহারা বলা যায় ঠিক তখনই গর্ভবতী মায়েদের জন্য রইল সচেতনতার সুখবর।
অঙ্কিত মুখার্জি, কলকাতা