Daily

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে বর্ষীয়ান তৃণমূল নেতা সাধন পান্ডে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে চিকিৎসক নবারুন রায়ের তত্ত্বাবধানে। জানা গিয়েছে, শ্বাসকষ্ট এবং কাশির পাশাপাশি তাঁর রক্তচাপের সমস্যাও রয়েছে।
আইসিইউতে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন সত্তরোর্ধ্ব এই তৃণমূল নেতা। তবে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগ তৈরি করলেও আপাতত তিনি খানিকটা স্থিতিশীল। করোনা পরীক্ষাও করা হবে বলে জানা গিয়েছে।
শুক্রবার দুপুরে ক্রেতা সুরক্ষা দফতরের ট্যাবলো উদ্বোধন কর্মসূচিতে যোগদান করেছিলেন সাধনবাবু। বাড়িতে ফিরে আসার পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বিধিনসভা নির্বাচনের আগেও তাঁকে ফুসফুসে সংক্রমণের কারণে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তারপর সুস্থ হয়ে আবারও কাজে যোগদান করেছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।
ব্যুরো রিপোর্ট