Prime
Daily
বিকোচ্ছে সবুজ সাথী সাইকেল, উদ্ধার করল পুলিশ
By BPN DESK | March 25, 2022
ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেওয়া হয় সবুজ সাথী সাইকেল। সরকারি টাকায় কেনা এই সাইকেলই বিক্রি করা হচ্ছে! অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল প্রশাসন।
উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকের খোয়াসপুর হাটে সাইকেল বিক্রির অভিযোগ শুনতে পাওয়া যায়। সরকারি টাকায় কেনা সবুজ সাথী সাইকেল এমন হাটে বাজারে বিক্রি হচ্ছে শুনেই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন করনদিঘি থানার আই সি সৌম্যজিৎ রায়। এই বিষয়ে যদিও বিস্তারিত কিছু জানাননি বিডিও নীতিশ তামাং।
জলের দামে সাইকেল বিক্রি করার কথা জানা গেলেও, অভিযান চালিয়ে ১৭টি সাইকেল উদ্ধার করে পুলিশ। বিক্রির আগেই সেগুলো নিয়ে আসা হয় থানায়। তবে এই পরিস্থিতি ভবিষ্যতে যাতে এমন না হয়, সেদিকেই নজর রেখেছে জেলা পুলিশ।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর