Story

আপনি কি বাগানপ্রেমী? বাগান করতে ভালোবাসেন? তাহলে এবার আপনার ভালোবাসা ভাগ করে নিন সকলের সঙ্গে। এবার গার্ডেনার ইউটিউবারদের উৎসাহ দিতে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। হ্যাঁ। আজ আপনাদের দেখাব এইরকমই একটা অভূতপূর্ব উদ্যোগের ছবি। যেখানে বাগান বিষয়ক বাংলা ইউটিউব চ্যানেলের ক্রিয়েটররা মিলিত হলেন তাঁদের সাবস্ক্রাইবারদের সঙ্গে। সম্প্রতি কলকাতার ঢাকুরিয়ার তনুপুকুর স্পোর্টিং ক্লাবের মাঠে হয়ে গেল ‘সবুজ বিশ্ব’র চতুর্থ মিট-আপ।
এবার গার্ডেনার ইউটিউবারদের আগামীতে উৎসাহ দিতে ও সবুজায়নের স্বার্থে সবুজ বিশ্বর তরফে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। যারা ঘরের মধ্যেই বাগান করছেন বা চাষবাস করছেন এবং সেটাই ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে তাঁদেরকেই এবার একটা ছাতার তলায় নিয়ে এল সবুজ বিশ্ব সংস্থা।
ক্যামেরায় বিক্রম লাহার সঙ্গে পৌলমী গঙ্গোপাধ্যায়