Trending

এ যেন সত্যিই চলতি কা নাম গাড়ি। থুরি। গাড়ি নয় সাইকেল। এক আজব সাইকেল। আর এই সাইকেলের সওয়ারি আপাতত গোটা মেদিনীপুরবাসীর গর্ব হয়ে উঠেছেন। দেবেন্দ্রনাথ বেরা। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিস্ময় সাইক্লিস্ট তিনি। যিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছেন আর কিছুদিনের মধ্যেই। কিন্তু সাইকেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, কিভাবে?
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা যে সাইকেলটি চালান, তাতে না আছে ব্রেক। না আছে গিয়ার। না আছে সাইকেলের চেন, বসার সিট, প্যাডেল। সাইকেলের উপরে উঠে পিঠ কুঁজো করে হাত দিয়ে সাইকেলের চাকা ঘুরিয়ে তিনি কত দূর দূর পথ সফর করে ফেলেছেন এভাবে। তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে শুরু করে গোটা বাংলা এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে বিস্ময় সাইক্লিস্ট দেবেন্দ্রনাথ বেরা বহু মানুষকে বিস্মিত করেছেন। তাঁর এই ছকভাঙা সাইকেল সফর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠানোর তোড়জোড় শুরু করেছে মেদিনীপুরের প্রশাসন থেকে জনসাধারণ সকলেই। সম্প্রতি ডেবরা থানার বালিচক নেতাজি ক্লাবের কাছ থেকে তিনি এই বিস্ময় যাত্রা শুরু করেন। গিনেস রেকর্ড গড়ার লক্ষ্যে। তাঁর এই যাত্রাপথ ছিল সুদীর্ঘ ৩৩.৫ কিলোমিটার। দশগ্রাম বাজার অবধি পথ চলতি অজস্র মানুষ তাঁর এই বিস্ময় কৃতিত্বকে চাক্ষুষ করেছেন। কুর্নিশ জানিয়েছেন।
এই অনুষ্ঠানের শুরু থেকেই ডেবরা-পিংলা-সবং থানার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করা হয়। দশগ্রাম বাসস্ট্যান্ড দূর্গামন্দির প্রাঙ্গণে ‘বিস্ময় সাইক্লিস্ট’ দেবেন্দ্রনাথ-কে সম্বর্ধনাও দেওয়া হয়। ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড: হুমায়ুন কবীর নিজে হাতে পতাকা নেড়ে তাঁর এই গর্বীয় যাত্রার শুভসূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর এবং সাংসদ প্রতিনিধি – সিতেশ ধাড়া। উপস্থিত ছিলেন সবং থানার ওসি সুব্রত বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষক ও সদস্য লক্ষীকান্ত হেমরমের মত একাধিক ব্যক্তিবর্গ। দেবেন্দ্রনাথ ইতিমধ্যে ২২ হাজার কিলোমিটার পথ সফর করেছেন এভাবে। এখন তাঁর লক্ষ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তাঁর এই বিশ্ব রেকর্ডের জন্য ভিডিও ফুটেজ সহ নানা নথি পাঠিয়ে দেওয়া হবে গিনেস কর্তৃপক্ষের কাছে। এখন শুধু স্বীকৃতির অপেক্ষা। তাই করোনা কালে এই কঠিন পরিস্থিতির দিনেও খুশির হাওয়ায় মজেছে সারা জেলাবাসি।
প্রসূন ব্যানার্জী
পশ্চিম মেদিনীপুর