Daily

BSE-র নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন এস এস মুন্দ্রা। বেশ কয়েকদিন যাবত তিনি ছিলেন BSE-র পাবলিক ইন্টারেস্ট ডিরেক্টর। তবে, মুন্দ্রার ব্যাঙ্কিং সেক্টরে অভিজ্ঞতা ৪০ বছরেরও বেশি। BSE-তে যোগ দেওয়ার আগে তিনি সামলেছেন দেশের শীর্ষ ব্যাঙ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে মুন্দ্রা ছিলেন টানা তিন বছর। এরপর ২০১৭ সালে তিনি পদত্যাগ করেন রিজার্ভ ব্যাঙ্ক থেকে। তবে রিজার্ভ ব্যাঙ্কের পদ সামলানোর আগেও তাঁর ব্যাঙ্কিং সেক্টরে অভিজ্ঞতা ছিল দীর্ঘপ্রসারী।
RBI এ যুক্ত হওয়ার আগে তাঁর সদস্যপদ ছিল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড সহ ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইণ্ডিয়ার মত একাধিক বোর্ডে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইণ্ডিয়া লিমিটেডের পাশাপাশি ভাইস চান্সেলর হিসেবে যুক্ত ছিলেন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অন ফিনানশিয়াল এডুকেশনে। এখানেই শেষ নয়। মুন্দ্রার অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্কের মত দেশের প্রথম সারির ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের সঙ্গে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার পদ গ্রহণ করার আগে তিনি ব্যাঙ্ক অফ বরোদার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মত পদে আসীন ছিলেন তিনি। আবার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ার এগজিকিউটিভ ডিরেক্টর ছিলেন এস এস মুন্দ্রা।
চল্লিশ বছরেরও বেশি এই দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা থাকার কারণে মুন্দ্রাকেই নতুন চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে BSE। উল্লেখ্য, মুন্দ্রার আগে BSE-র চেয়ারম্যানের পদ সামলাচ্ছিলেন বিক্রমজিৎ সেন।