Market

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতের বাজারে পড়বে কিনা সেই নিয়ে অনিশ্চয়তা ছিলই। তার মধ্যে অন্যতম বিষয় ছিল তেল। রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেল আমদানি করতে গিয়ে যদি সমস্যার মুখে পড়ে, তাহলে আবারো তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছিল দেশের বাজারে। একদিকে আমেরিকা সহ পশ্চিমী দেশের নিষেধাজ্ঞা। অন্যদিকে রাশিয়া। সব মিলিয়ে ভারতও ছিল দোলাচলে। সেদিক থেকে এবার অনেকটাই নিশ্চিন্ত হল মোদী সরকার। কারণ রাশিয়া থেকে ভারতের তেল আমদানি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না বলে জানিয়ে দেওয়া হল। তারপরেই রাশিয়া থেকে তেল আমদানিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সংস্থাগুলি।
রাশিয়ার ভাগ্যচক্রে এখন শনির দশা। তেল রফতানিতে দামের কাটছাঁট করছে তারা। সস্তায় তেল কেনার লোভনীয় অফার ছাড়তে পারল না ভারতীয় তেল সংস্থাগুলি। প্রতি ব্যারেলে দাম প্রায় ২৫ ডলার কমে যাওয়ায় আইওসি তেল কিনেছে প্রায় ৩০ লক্ষ ব্যারেল। হিন্দুস্থান পেট্রোলিয়াম কিনেছে ২০ লক্ষ ব্যারেল। কিন্তু সবথেকে অবাক করা বিষয় হচ্ছে, রাশিয়ার থেকে অপরিশোধিত তেল ভারত আমদানি করত মাত্র ১ শতাংশ। স্বাভাবিকভাবেই, রাশিয়া তেলের দাম কমানোয় আমদানির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কিন্তু একদিকে যখন দেশের অন্যান্য সংস্থাগুলি রাশিয়া থেকে তেল কিনতে উৎসাহ দেখাচ্ছে তখন একেবারেই বিপরীত অবস্থানে রয়েছে রিলায়েন্স। রিলায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে তেমন একটা উৎসাহী নয়। তার কারণ, পশ্চিমী দেশ সহ আমেরিকার নিষেধাজ্ঞাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে মুকেশ অম্বানির সংস্থা। এখানেই বলে রাখা প্রয়োজন, রিলায়েন্স মূলত তেল আমদানি করে আমেরিকা সহ পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে। তাই রাশিয়ার থেকে তেল আমদানি নিয়ে এখনি কিছু ভাবার মত অবস্থায় নেই রিলায়েন্স গোষ্ঠী। আপনি কি মনে করেন? কেন রিলায়েন্স রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে উৎসাহ দেখাচ্ছে না? রাশিয়া দাম কমানোয় তেলের দাম কি ভারতের বাজারে কমবে? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের সাথে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ