Market
ফের ডলারের নিরিখে টাকার দামে পতন। গত মঙ্গলবার বাজার খুলতেই ফের টাকার দাম নেমে পৌঁছয় ৭৮ টাকা ৭৮ পয়সায়। উল্লেখ্য, টাকার দামের এই পতন স্বাভাবিকভাবেই চিন্তায় রেখেছে দেশের অর্থনীতিবিদদের। তাঁদেরই একাংশ মনে করছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশই চড়ছে। আর সেই প্রভাব এসে পড়ছে দেশের বাজারেও।
প্রসঙ্গত, মে মাস থেকেই ডলারের নিরিখে নামছিল টাকার দর। এরপর জুন মাসের সেকেন্ড উইকে টাকার দাম কিছুটা বাড়লেও গত সপ্তাহ থেকে টাকার দাম ফের পড়তে শুরু করে। সোমবার বাজার বন্ধ হওয়ার সময় টাকার দাম ডলার প্রতি দাঁড়িয়েছিল ৭৭ টাকা ৩৪ পয়সায়। কিন্তু দেখা যায়, মঙ্গলবার ৪৪ পয়সা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৭৮ টাকা ৭৮ পয়সায়। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি খরচের পাশাপাশি পেট্রোপণ্যের দাম বিশ্ব জুড়ে বাড়তে শুরু করার কারণেই টাকার দামে নামল পতন।