Daily
আধুনিক বাংলা সঙ্গীত জগতের অন্যতম পিলার জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচি। সঙ্গীত যার কাছে দীর্ঘদিনের গবেষণার বিষয়। এমনকি নেশা। পেশাও বটে। বাংলা সঙ্গীত জগতের হালফিল ট্রেন্ড নিয়ে রীতিমত বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন ‘এ তুমি কেমন তুমি’-র গায়ক রূপঙ্কর বাগচি। শুধুমাত্র বিজনেস প্রাইম নিউজে।
১। চটুল জনপ্রিয় গান বেশিদিন টিকবে না।
২। যেগুলো থেকে যাওয়া গান। সেগুলো এ গান নয়।
৩। বাঙালি, বাংলা গান ও রেডিও সম্পর্কে সরব হলেন রূপঙ্কর।
৪। শিল্পীদের সংগঠন আছে নামেই। ভাবনা যার যার, তার তার। অ্যাপসে কোন ইউনিটি নেই। কী বললেন রূপঙ্কর। শুনুন।
৫। রয়্যালটির নামে ক্যাসেট কোম্পানিগুলো প্রতারনা করেছে শিল্পীদের। সরব হলেন রূপঙ্কর।
৬। ডিজিটাল অনেক ভালো, স্বচ্ছতা আছে, ইউটিউব থেকে ২৫০০টাকা তো পেয়েছি।
৭। বাংলা গানে আবারো জোয়ার আসবে, বিশ্বাস করেন রূপঙ্কর।
পৌলমী গঙ্গোপাধ্যায়, সৌরভ কাঞ্জিলাল