Prime
Daily
ভারতের আইশার মোটরস থেকে পুরস্কার পেল রানার মোটরস লিমিটেড
By sanchitabpn21 | August 24, 2021
Daily
ভারতের আইশার মোটরস থেকে পুরস্কার পেল রানার মোটরস। সম্প্রতি ভারতের আইশার মোটরস থেকে তিনটি সম্মানজনক পুরস্কার পেল রানার মোটরস।
বিশ্ববাজারে বাজারে সর্বোচ্চ বাণিজ্যিক যানবাহন বিক্রয়, সর্বোচ্চ ট্রাক বিক্রয় ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ২০২০-২১ অর্থবর্ষের জন্য সেরা সার্ভিস ডিলার পুরস্কার অর্জন করেছে রানার মোটরস লিমিটেড। সম্প্রতি বিশ্বব্যাপী সকল আইশার ডিলারের উপস্থিতিতে ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল কর্তৃক আয়োজিত বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, পরিচালক আমিদ সাকিফ খানসহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মীরাও।
ব্যুরো রিপোর্ট