Prime
Daily
ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল
By Business Prime News | May 28, 2021
Daily
করোনা আবহে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ। বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়ে ত্রাণ বিলি করে পাশে দাঁড়াচ্ছেন সহায় সম্বলহীন মানুষদের। রাজ্যেও শাসক শিবির থেকে বিরোধী দল প্রত্যেকের উঁচু মহল থেকে নির্দেশ মত নেতা নেত্রীরা ত্রাণ বিলি করার জন্য নেমে পড়েছেন আসরে। কিন্তু সেটাই করতে গিয়ে এবার সপাটে চড় খেলেন অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
জানা গিয়েছে ভবানীপুরে বিজেপি নেতা রুদ্রনীল পৌঁছেছিলেন সাধারণের পাশে দাঁড়াবার জন্য। ত্রাণ বিলি করার সময় হঠাৎই তাঁকে চড় মারা হয়। ঘটনার আকস্মিকতায় তিনি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েন যে কালীঘাট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এলাকার তৃণমূল নেতা বাবলু সিংয়ের বিরুদ্ধে। যদিও এই ঘটনার দায় সম্পূর্ণ এড়িয়ে গেছেন বাবলু সিং নিজেই।
ব্যুরো রিপোর্ট