Market

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করার ঘোষণা ইতিমধ্যেই করেছে মোদি সরকার। যার জেরে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রে বিজেপি বিরোধী একাধিক শক্তি পথে নেমে সোচ্চার হয়েছে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে। রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের কর্মীরাও ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে সামিল হয়েছেন। তবে এবার খোদ আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরোধিতায় পথে নামল। আরএসএসের আর্থিক বিষয়ক সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ জানিয়েছে, শুধুমাত্র অর্থনীতিবিদদের কথা শুনেই ব্যাঙ্ক বেসরকারিকরনের চিন্তা ভাবনা করলে হবে না। একই সাথে সাধারণ মানুষের জমানো আমানতের সুরক্ষা ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের কুপ্রভাবনীয় চিন্তাভাবনা করা উচিত। সংস্থার জাতীয় যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজন ইতিমধ্যে জানিয়েছেন, ব্যাঙ্কের আমানতকারীদের উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কগুলি যে ভূমিকা পালন করে, ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে তা ক্ষতির সম্মুখীন হতে পারে। ব্যাঙ্কের বেসরকারিকরণ করতে গিয়ে যদি তা বিদেশি সংস্থার হাতে চলে যায় তবে অর্থনীতিতে সংকট দেখা দিতে পারে।
আরএসএসের এই সংগঠনটির ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রশ্নে এই ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণের ফলে স্বভাবতই মোদি সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠে গেল। জাতীয় রাজনীতিতে কংগ্রেস বাম দলগুলি সহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই সোচ্চার হয়েছে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে। তবে মোটের ওপর, ব্যাঙ্কের বেসরকারিকরণ নিয়ে ওয়াকিবহাল মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ