Trending
প্রধানমন্ত্রীর গোদিতে বসে যুব সমাজের উদ্দেশ্যে একদিন চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেও ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে উঠছিল নানারকম প্রশ্ন। একদিকে যখন দেশে চড়া হারে বাড়ছে বেকারত্ব, ঠিক তখনই প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশে শুরু হতে চলেছে ‘রোজগার মেলা’।
চলতি সপ্তাহের শনিবার, ২২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই ‘রোজগার মেলা’। তবে কি প্রধানমন্ত্রীর এই উদ্যোগের হাত ধরেই এবার কমতে চলেছে বেকারত্ব? কারণ এই উদ্যোগের মাধ্যমেই নাকি দেশের প্রায় ১০ লাখ বেকার যুবক-যুবতি চাকরি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রথম স্তরে কেন্দ্রের মোট 38টি মন্ত্রক ও নানা বিভাগে, গ্রুপ – A, গ্রুপ – B, গ্রুপ – C ও গ্রুপ -D মিলিয়ে মোট ৭৫ হাজার পদে যুবক-যুবতি নিয়োগ করা হবে। পরবর্তীতে নির্দিষ্ট সময় অন্তর বাকি পদেও নিয়োগ চলবে। এই ক্ষেত্রে অবশ্য কেন্দ্র বলেছে, ‘মিশন মুড’-এ নিয়োগের কাজ চলবে। অর্থাৎ যত দ্রুত সম্ভব নিয়োগের পথে হাঁটছে তারা।
ইতিমধ্যেই নির্বাচন পদ্ধতি এবং টেকনোলজিও আরও সহজ করে দেওয়া হয়েছে নিয়োগের দ্রুততা বাড়ানোর জন্য। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিভিন্ন মন্ত্রকগুলি ইতিমধ্যেই নিয়োগের বিষয়ে যথেষ্ট তৎপর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগগুলিতে কত জন কর্মরত রয়েছে সেই নিয়ে গত জুন মাসেই পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তিনি আগামী দেড় বছরের মধ্যে ১০ লাখ কর্মী নিয়োগের আদেশ দিয়েছিলেন। বেকারত্বে রাশ টানতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ