Daily
শেষ পর্যন্ত তিনি ধরা দিলেন। তাও আবার ছয় দিনের মাথায়। একশোরও বেশি পটকা ফাটিয়ে দমকলের জল ছিটিয়ে বাধ্য করা হলো বন থেকে বেরিয়ে আসতে। আরে গোটা অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ব্যাঘ্র বিশেষজ্ঞদের সঙ্গে দুজন চিকিৎসক। অবশেষে চোর-পুলিশ খেলার অবসান হলো। ট্রাংকুলাইজার দেওয়া হলো সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারকে। নিস্তেজ হতেই খাঁচা বন্দি করে নিয়ে রওনা দিলো বনদপ্তরের কর্মীরা বনি ক্যাম্পের দিকে।
আজ সকালে কুলতলী ব্লকে কেল্লার জঙ্গল থেকে ধরা দিলেন সুন্দরবনের দক্ষিণরায়। গোটা পর্বটি ক্যামেরাবন্দি বিজনেস প্রাইম নিউজ এর ক্যামেরায়। দেখুন একেবারে গ্রাউন্ড জিরো থেকে রুদ্ধশ্বাস অভিযানের এক্সক্লুসিভ ছবি।
দীপান্বিতা দাস
দক্ষিণ ২৪ পরগনা