Prime
Daily
জলমগ্ন জঙ্গল থেকে লোকালয়ে দক্ষিণরায়
By Business Prime News | May 26, 2021
Daily
ইয়াসের তান্ডবের মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ল বাঘ এবং তারই জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক যেন আরও কিছুটা বেড়ে গেল। ঘটনাটি ঘটেছে কুলতলির মৈপিঠ উপকূল থানা এলাকায়।
ইয়াসের চোখ রাঙানি এমনিতেই তছনছ করেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। ঘন জঙ্গলের অনেকটা অংশই জলমগ্ন। আর তাই প্রাণ বাঁচাতে অরণ্য ছেড়ে লোকালয়ে চলে এলেন স্বয়ং দক্ষিণরায়।
এলাকাবাসীর দাবি, বুধবার সকালে আশেপাশের এলাকায় বাঘ ঘুরতে দেখা গিয়েছে, যার ফলে আতঙ্ক বেড়ে গিয়েছে কয়েক গুণ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা। জাল এবং ঘুম পাড়ানি বন্দুক নিয়ে বাঘ ধরতে এলেও দুর্যোগের কারণে বাঘকে ধরা সম্ভব হয়নি। তাই আতঙ্ক ছড়িয়ে রয়েছে গোটা এলাকায়।
ব্যুরো রিপোর্ট