Daily

মাস্ক নেই? এই নিন গোলাপ। গোলাপের মতো সুন্দর হোক আপনার আগামী। অভিনব ভাবে চেনা বার্তা প্রচারে এবার আসরে নামলো বনগাঁর তরুছায়া ফাউন্ডেশন এর সদস্যরা। মাস্ক হীন পথ চলতি মানুষের হুঁশ ফেরাতে গোলাপ দিয়ে মাস্ক পরিয়ে লজ্জা দেওয়ার মাধ্যমে সচেতন করলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর হার। করোনা বিভীষিকায় কাঁপছে ভারত। বিন্দুমাত্র সচেতন নয় সাধারণ নাগরিক। আক্রান্তের সংখ্যা যেখানে পার করেছে সাড়ে ৩ লক্ষের ঘর, সেখানে বেমালুম মাস্ক পড়তে ভুলে যাচ্ছেন সাধারণ মানুষ। তবে দোহাই দিতে ভুলছেন না কেউই। কেউ বলছেন মাস্ক আনতে ভুলে গেছি, কেউবা বলছেন গরমে কষ্ট হচ্ছে, আবার কেউ বলছেন মাস্ক পকেটে আছে এখনই পরবো। কেউ বা পাল্টা প্রশ্ন করছেন, “আমার করোনা হবেনা আমি মাস্ক পরিনি তো আপনার কি হয়েছে।”
সংগঠনের সদস্য স্বপ্না সাহা মন্ডল বলেন,”সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে সাধারণ মানুষ তত বেশি সচেতন হচ্ছেন না, তাদেরকে সচেতন করতেই আজ আমরা তরুছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাটার মোড়ে এই মাস্ক ও গোলাপ দিয়ে তাদের লজ্জা দেবার চেষ্টা করছি যাতে তারা রাস্তায় বেরোনোর সময় মাস্ক পরেই বেরোয়।” একই সুর শোনা গেলো সংগঠনের অন্য সদস্য দ্বিপান্বিতা দত্তের মুখেও।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। তবে সাধারণ মানুষের চৈতন্য কবে ফেরে সেটাই দেখার।
দেবস্মিতা মন্ডল, উত্তর ২৪ পরগনা