Daily
‘গোলাপে রয়েছে আঁচ, পতঙ্গের ডানা পুড়ে যায়’- তবুও প্রেয়সীর জন্য গোলাপকেই বেছে নিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। শীতকালীন ফুল চাষের মধ্যে ফুলের রানি গোলাপ যেন ভালবাসার কথাই মনে করায়। ফাল্গুনের প্রথম দিনে পশ্চিমী আদবকায়দায় ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে যা আদান-প্রদানের রীতি বহুদিনের। আর এই ১৪ ফেব্রুয়ারির জন্যই বছরভরের অপেক্ষা করেন গোলাপ চাষিরা।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, পাশকুঁড়া, দেউলিয়া সহ আশেপাশের স্থানীয় অঞ্চল হচ্ছে গোলাপ চাষের আঁতুড় ঘর। সারা বছর তো বটেই। বিশেষ করে এই ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে এখানকার বিঘার পর বিঘা জমিতে গোলাপ চাষ করেন এখানকার চাষিভাইরা। কিন্তু করোনার কারণে তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়। তবে এই বছর সেই ক্ষতি সুদে আসলে পুষিয়ে গেল। একইসঙ্গে গত দুবছরের ক্ষতির অনেকটাই সামলে নিতে পেরেছেন তারা। ভ্যালেন্টাইন উইক উপলক্ষ্যে বেড়েছে গোলাপের চাহিদা। আর চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গোলাপের দামও। ফলে ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে লক্ষ্মীলাভ হয়েছে গোলাপ চাষিদের। আর শুধু চাষি ভাইরাই নন। গোলাপের বাড়তি দামে ভালমত লাভবান হয়েছেন ফুল ব্যবসায়ীরাও। বছরের অনান্য সময়ের তুলনায় ১৪ ফেব্রুয়ারির আগে বাগান থেকে প্রায় দ্বিগুন দামে গোলাপ বিক্রি করেছেন চাষিরা।
চাষিদের মুখে এখন খুশির হাসি। সারা বছর গোলাপের দাম ৫০ পয়সা থেকে ৩ টাকার মধ্যে ঘোরাফেরা করলেও ভ্যালেন্টাইন ডে-র সময় গোলাপের দাম পৌঁছয় ৮ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত। এখানকার মিনিপল প্রজাতির দাম বেশি প্রচলিত হলেও গোল্ডেন, ইতালি সহ বিভিন্ন প্রজাতির গোলাপ চাষ করে থাকেন এখানকার চাষিরা।
গোলাপের এই ডিম্যান্ডকে কেন্দ্র করে জমজমাট কোলাঘাট এবং দেউলিয়া ফুলের মার্কেটও। পাইকারি ফুলের বাজারে ব্যবসা হয়েছে প্রায় কোটি টাকার। চাহিদা বাড়ায় রেকর্ড পরিমাণে গোলাপ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর যে কারণে গত দুবছরের ক্ষতিটাও সামলে ওঠা যাবে বলে জানিয়েছেন ফুল ব্যবসায়ীরা।
পাশকুঁড়ার এই গোলাপ যে শুধু দেউলিয়া আর কোলাঘাট মার্কেটেই বিক্রি হয় এমনটা কিন্তু নয়। রাজ্যের সীমানা পেরিয়ে এই গোলাপ পৌঁছে যায় ব্যাঙ্গালর, পুনে, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে। ফলন ভালো দেখে গোলাপকেই মূল অর্থকরী ফসল হিসেবে বেছে নিয়েছেন এখানকার চাষিভাইরা। আর বছরের এই সময়টায় যেহেতু চাহিদাও থাকে আকাশছোঁয়া তাই রুজির টানে বাড়তি লাভের আশায় বুক বাঁধছেন গোলাপ চাষিরা।
প্রসূন ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর