Agriculture news
অগ্রহায়ণ, মাঘ আর ফাল্গুন- গোলাপের মরশুম। সেই মরশুম শুরু হতে খুব বেশি দেরী নেই। তাই নাওয়া-খাওয়া ছেড়ে এখন গোলাপ চাষেই ব্যস্ত বাংলার ফুলচাষিরা। ফুলের চাহিদা বাড়বে আর পূর্ব মেদিনীপুর ব্যস্ত হবে না? সেটা তো হতে পারে না। তাই পূর্ব মেদিনীপুরের পাশকুঁড়া আর শহীদ মাতঙ্গিনী ব্লকের আশেপাশে চোখ রাখতেই ধরা পড়ল সেই চেনা-পরিচিত দৃশ্য।
পাশকুঁড়া আর শহীদ মাতঙ্গিনী ব্লকের কয়েক হাজার চাষির অর্থনৈতিক ভিত্তি এই গোলাপ চাষ। গোলাপের মরশুমে এখানে চাষ হওয়া গোলাপ পৌঁছে যায় রাজ্যের কোণায় কোণায়- দেদার বিক্রি হয় দেউলিয়া, মল্লিক হাট সহ বিভিন্ন পাইকারি ফুল মার্কেটে। পৌঁছে যায় বিহার, ঝাড়খণ্ড এবং আশে পাশের রাজ্যেও। তাই এই সময়টুকুর ওপর ভরসা করেই বিঘার পর বিঘা জমিতে গোলাপ চারা লাগান চাষিভাইরা। এমনই একজন কৃষক কোলাঘাট ব্লকের পূর্ব সাওড়াবেড়িয়া গ্রামের গোলাপ ফুল চাষি সন্তোষ জানা।
রোগ পোকার আক্রমণটুকু আটকানো গেলে গোলাপ চাষ যে বেশ লাভজনক, সে কথা জানালেন এই কৃষক। তাই বিঘার পর বিঘা জমি শুধু গোলাপ চাষেই আস্থা রাখেন তাঁরা। কারণ, অন্য কিছু চাষে খুব বেশি দাম পান না তারা। তবে কৃষি দপ্তরের সহযোগিতা পেলে আগামীদিনে যে আরও উন্নতি সম্ভব, সেই কথাও জানালেন তারা।
প্রসূন ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর