Market

ঘটনাটা চোখে দেখলে হয়ত তেমন কিছুই না। কিন্তু ঐ সামান্য ঘটনার কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ল জনপ্রিয় নরম পানীয় সংস্থা কোকা-কোলা। ইউরো কাপে হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ানা রোনাল্ডো। সেখানেই সামনের টেবিলে রাখা ছিল কোকা-কোলা কোম্পানির দুটি বোতল। রোনাল্ডো হঠাৎ কোকা-কোলার বোতল নামিয়ে তার পরিবর্তে জলের বোতল তুলে ধরেন। ব্যস, আর তাতেই মাথায় হাত পড়ে যায় সংস্থার কর্তাদের।
জানা গিয়েছে, রোনাল্ডো ঘটিত এই তুচ্ছ ঘটনার কারণে একধাক্কায় কোম্পানির শেয়ার ৫৬.১০ ডলার থেকে নেমে এসেছে ৫৫.২২ ডলারে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই জনপ্রিয় নরম পানীয়র সংস্থার মার্কেট ভ্যালু ২৪২ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে দাঁড়িয়েছে ২৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। কোম্পানিকে ক্ষতির অঙ্ক গুণতে হয়েছে ৪ বিলিয়ন ডলার।
এমনিতেই গোটা বিশ্ব জুড়ে অসংখ্য ভক্ত সিআরসেভেনের। তিনি যে আরেকদিক থেকে প্রবল স্বাস্থ্য সচেতন সেই কথাও এখন সর্বজনবিদিত। এহেন, ফিটনেস মাস্টার নিজেই কোকা-কোলার বোতল সরিয়ে যখন স্বাস্থ্য ভালো রাখার জন্য জলের ওপরেই নির্ভর করতে বলেন তখন সংস্থার কপালে যে ক্ষতির অঙ্ক ঝুলবে এ আর নতুন কি?
ব্যুরো রিপোর্ট