Daily

মুর্শিদাবাদ ফরাক্কা অন্তর্গত নিশিন্দ্রা কাঁটান, মূলত ফরাক্কা হয়ে ঝাড়খন্ড যাওয়ার প্রধান রাস্তা এই নিশিন্দ্রা কাঁটান। আর এই নিশিন্দ্রা কাটানের রাস্তার অবস্থা বেহাল। এই রাস্তার উপর দিয়ে দিনে রাতে চলে পণ্যবোঝাই গাড়ি। স্থানীয় বাসিন্দাদের একমাত্র ভরসা এই নিশিন্দ্রা কাটানের রাস্তা। প্রতি বছর বর্ষার সময় পাহাড়ি জল নামায় জলের তলায় তলিয়ে যায় এই নিশিন্দ্রা কাঁটান। রাস্তায় ধস নামে। ঝাড়খণ্ডের সঙ্গে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এলাকা বাসিন্দাদের দীর্ঘ দিনের দাবি নিশিন্দ্রা কাটানে ব্রিজ তৈরী করার জন্য । প্রতি বার নেতা মন্ত্রী ভোটে আগে প্রতিশ্রুতি দেয় যে, নিশিন্দ্রা কাটানে ব্রিজের কাজ শুরু হয়ে যাবে কিন্তু কবে এই নিশিন্দ্র কাটানে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় সেই দিকে তাকিয়ে ফরাক্কা নিশিদ্রা এলাকা বাসিন্দারা ।
এই বিষয়ে ফরাক্কার বিধায়ক মইনুল হক জানান, নিশিন্দ্র কাটানের ব্রীজ এবং প্রায় ৫ কিলোমিটার রাস্তা মূলত ফরাক্কা ও ঝাড়খন্ডের সঙ্গে যোগাযোগের প্রধান রাস্তা। এই রাস্তা ও ব্রীজের জন্য ফরাক্কা এনটিপিসি ১১ কোটি বরাদ্দ করেছিল ২০১৭ সালে। প্রাথমিক পর্যায়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে জমাও দিয়েছিলো ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ । বাকি টাকা ধাপে ধাপে কাজ শুরু হলে দিতে থাকবে। আর এই কাজ করার দায়িত্ব মুর্শিদাবাদ জেলা প্রশাসনের । দেখতে দেখতে ৪ বছর কেটে গেলেও ফরাক্কা নিশিন্দ্রা কাটানের ব্রিজ নির্মাণ ও রাস্তার কাজ শুরু হয়নি।আর এই নিয়ে তিনি অনেক বার এনটিপিসি সাথে কথাও বলেছেন বলে জানান , কিন্তু কোনো সুরাহা হয় নি ।এই ব্রিজ না হওয়ার জন্য শাসক দলের দিকেই অভিযুক্ত করেন বিধায়ক মইনুল হক ।
ফারাক্কা থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট