Prime
Daily
কর্মী হত্যার অভিযোগে পথ অবরোধ
By Business Prime News | March 26, 2021
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Daily
সৌমিত্র গাঙ্গুলী, পশ্চিম বর্ধমান: সম্প্রতি দিনহাটার মন্ডল সভাপতি খুন হন,তার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের কুলটি মন্ডল বিজেপি তরফে নিয়ামতপুর মোড়ে রাস্তা অবরোধ করা হয় । এদিন কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার বলেন দিনহাটাতে বিজেপি মন্ডল সভাপতি কে নির্মম হত্যাকরা হয়েছে । এর জন্য তৃনমূল দায়ী বলে তিনি অভিযোগ করেন । তিনি বলেন রাজ্যসরকার কেই এর জবাব দিতে হবে । এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি ।