Daily

মৃতদেহ পোড়ানো নিয়ে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার চেকপোস্ট এলাকায় । এলাকাবাসীর অভিযোগ, যে ব্যাক্তি মারা গিয়েছেন তিনি গত কয়েকদিন আগে থেকে করোনা আক্রান্ত ছিলেন। ওই ব্যাক্তিকে যে ভাবে দাহ করা হয় সেটা নিয়মের বাইরে। অপরদিকে ওই পরিবারের দাবি উনি করোনা আক্রান্ত ছিলেন না । আমাদের কাছে সেই রকম কোনো রিপোর্ট নেই। এই মৃত দেহ পোড়ানো নিয়ে এলাকায় গণ্ডগোলের সূত্রপাত। প্রায় ১ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখা হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোপীবল্লভপুর থানার পুলিশ। পুলিশের অধিকারীরা গিয়ে অবরোধ তুলে দেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো রকম বিশৃঙ্খলা না ছড়ায়।
অরুপ ঘোষ, ঝাড়গ্রাম