Daily

সৌমিত্র গাঙ্গুলি, কুলটি: পানীয় জলের দাবিতে কুলটির ৬৮নম্বর ওয়ার্ডের সারদাপল্লীর স্থানীয়রা বালতি ,কলসি হাতে নিয়ে বরাকর কল্যানেশ্বরী রাস্তা অবরোধ করে।তাদের মূল দাবি অবিলম্বে পানীয় জলের ব্যাবস্থা করতে হবে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাস্তায় বাঁশ দিয়ে পাথর লাগিয়ে,রাস্তার উপর মহিলারা বসে বালতি ও কলসি হাতে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয়দের অভিযোগ বরাকর সহ বিভিন্ন এলাকায় জলের ব্যাবস্থা রয়েছে কিন্তু সারদাপল্লীতে জল নেই। “ প্রায় দু বছর থেকে আমাদের পানীয় জলের সমস্যা রয়েছে,বাড়ি বাড়ি জলের কানেকশন দেবার জন্য নগদ টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু টাকা দেওয়ার পরেও দীর্ঘ ৮ মাস ধরে জল নেই । তবে আমাদের কাছে থেকে নেওয়া টাকা কোথায় গেলো।আজ আমাদের বাড়ির মহিলাদের প্রায় দুই কিলোমিটার দূরে থেকে পানীয় জল নিয়ে আসতে হয়”।
এই নিয়ে বারবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কাউন্সিলারকে জানানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি।তাই যতক্ষণ কলের লাইনে পানীয় জল না পড়ে এই পথ অবরোধ চলতে থাকবে।
ঘটনাস্থলে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভকারী দের বোঝানোর চেষ্টা করে কিন্তু স্থানীয়রা পরিস্কার জানিয়ে দেয় আগে কলে জল চাই তবে এই অবরোধ তোলা হবে তার আগে নয়।
প্রায় দুই ঘন্টা এই পথ অবরোধ চলার পর বরাকর ফাঁড়ির পুলিশ ও আধিকারিক এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন সাত দিনের মধ্যে পি. এইচ. ই কর্তৃপক্ষ ও পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে কথা বলে জলের এই সমস্যার সমাধান করা হবে। এবং আপাতত সারদাপল্লী এলাকায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হবে।এই আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন।