Story

আপনি কি সফটওয়্যার প্রফেশনাল হতে চান? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে চান? একজন দক্ষ প্রফেশনাল হিসেবে তথ্যপ্রযুক্তি শিল্পে যদি নিজের জায়গা পাকা করতে চান, তাহলে আপনাকে বেলুড়ে শিল্পমন্দিরে একবার আসতেই হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা ছেলেদের জন্য শিল্পমন্দির চালু করেছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামিংয়ের চার চারটি কোর্স। আজকের এই প্রতিবেদনে সেই চারটি কোর্সের খুঁটিনাটি আপনাদেরকে দেখাব।
প্রথম কোর্সটি হল Certificate in Computer Application (CCA)
এটি ছ’মাসের মেয়াদী কোর্স। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা ছেলেরা অনায়াসে এই কোর্সটিতে ভর্তি হতে পারে। এই কোর্সটি NIELIT দ্বারা অনুমোদিত। এবং ‘O’ লেভেলের।
কোর্স ফিঃ
CCA-র জন্য মোট কোর্স ফি হচ্ছে ৮ হাজার টাকা। এই ৮ হাজার টাকা তিনটি কিস্তিতে দিতে হবে। প্রথম কিস্তিতে ৩ হাজার। দ্বিতীয় কিস্তিতে ৩ হাজার এবং তৃতীয় কিস্তিতে ২ হাজার। মোট আপনাকে ৮ হাজার টাকা দিতে হবে ৩টি কিস্তিতে। যা অনায়াসেই দেওয়া যায়।
পাঠক্রম সূচিঃ
এখন এই CCA কোর্সটাতে কি কি থাকছে? আসুন সেটা এক ঝলকে দেখে নিই।
থাকছে Information Technology Tools and Network basics
থাকছে MS Window, MS Office, Web designing and Publishing
সবথেকে মজার কথা এই কোর্সটিতে অন্তর্ভুক্ত রয়েছে পাইথন। মানে Programming and Problem Solving, থাকছে IOT
তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা তথ্যপ্রযুক্তি শিল্পে যদি আপনি নিজের আসন পাকা করতে চান তাহলে CCA কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ।
এবার আসি দ্বিতীয় কোর্সে। দ্বিতীয় কোর্সটি নাম হল Certificate in Computer Programming and Application (CCPA)
এই কোর্সটির মেয়াদ মাত্র ১২ মাসের।
কোর্স ফিঃ
এর জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র ৯ হাজার টাকা। এই ৯ হাজার টাকা যে আপনাকে একবারে দিতে হচ্ছে টা নয়। তিনটি কিস্তিতে ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা দিতে পারবেন। এটাও NIELIT দ্বারা অনুমোদিত। এবং ‘O’ লেভেলের কোর্স। সবথেকে মজার কথা, এই কোর্সটির ক্ষেত্রে শিল্পমন্দির দিচ্ছে আপনাকে স্কলারশিপের সুযোগ-সুবিধা। আর শিক্ষাগত যোগ্যতা? সেই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ।
এবার পাঠক্রমে কি কি থাকছে? আসুন দেখে নেওয়া যাক।
পাঠক্রম সূচিঃ
CCA-র সব বিষয় তো থাকছেই। সেই সঙ্গে যুক্ত হচ্ছে Web Application। PHP এবং MySQL এর সহযোগে। আর কি থাকছে? থাকছে Programme C ল্যাঙ্গুয়েজ। থাকছে DBMS with Oracle. থাকছে C#, .Net, VV.Net.
চলে আসি তৃতীয় কোর্সে। তৃতীয় কোর্সটির নাম Certificate in Advance Computer Programming and Application (CACPA). এই কোর্সটি আগের দুটি কোর্সের তুলনায় একটু দীর্ঘমেয়াদী। মানে এই কোর্সের সময়সীমা ১৮ মাস।
কোর্স ফিঃ
কোর্স ফি এখানেও ধার্য করা হয়েছে ৯ হাজার টাকা। যা ছাত্ররা তিনটি কিস্তিতে ৩ হাজার করে মোট ৩ বারে পরিশোধ করবেন। এখানেও শিক্কাগত যোগ্যতা সেই একই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ। তবে এই কোর্সটি A লেভেলের কোর্স। এটাও NIELIT দ্বারা অনুমোদিত।
কি কি থাকছে কোর্সএর পাঠক্রমে, আসুন দেখে নিই।
পাঠক্রম সূচিঃ
আগের কোর্সের অর্থাৎ CCPA-র সমস্ত বিষয় তো থাকবেই। এর সঙ্গে যুক্ত হবে ASP.Net সহযোগে Web application
থাকছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++
এছাড়াও Oops এবং Java-কেএখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাড়তি পাওনা হিসেবে এখানে থাকছে Linux আর Android Application
থাকছ digital Marketing পার্টটাও।
বুঝতেই পারছেন কতটা কম্প্যাক্ট এই কোর্সগুলো।
Software Application এবং প্রোগ্রামিংয়ে সর্বশেষ কোর্সের নাম হল Certificate in Software Engineering (CSE)
বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের সবথেকে দীর্ঘমেয়াদী কোর্স এটি। একজন শিক্ষার্থীকে এই কোর্স করতে গেলে ২৪ মাস সময় দিতে হবে। কোর্স ফি কত ধার্য করা হয়েছে?
কোর্স ফিঃ
কোর্স ফি কিন্তু একটুও বাড়েনি এক্ষেত্রে। এখানেও কোর্স ফি রাখা হয়েছে ৯ হাজার টাকা। যা ছাত্ররা আগের মতই তিনটি কিস্তিতে পরিশোধ করতে পারবেন৩ হাজার করে। আর শিক্ষাগত যোগ্যতা সেই একই রকম রয়েছে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ। আসুন দেখে নেওয়া যাক এই দীর্ঘমেয়াদী কোর্সে কি কি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে।
পাঠক্রম সূচিঃ
CACPA-র সমস্ত বিষয় তো আরো একবার পড়তেই হবে। নতুন করে পড়তে হবে এক্ষেত্রে Data Structure through C
এছাড়াও থাকছে PHP Web Application, WordPress এবং Joomla
থাকছে Advanced Digital Marketing, Advanced Python, Computer Hardware and Network Technology
এই কোর্সটির ক্ষেত্রে বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির বিশেষ স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। এই কোর্সটিও NIELIT দ্বারা অনুমোদিত A লেভেলের কোর্স।
তাহলে বন্ধুরা দেখতে পারলেন তো, যে রামকৃষ্ণ মিশন দক্ষ তথ্যপ্রযুক্তি কর্মী তৈরি করতে কতটা বদ্ধপরিকর। আর সবথেকে বড় কথা, এত কম কোর্স ফিতে এই ধরণের কোর্স প্রাইভেট সেক্টরে চিন্তাই করা যায়না। তাই আপনি যদি এই শিক্ষাগত যোগ্যতার অধিকারী হন এবং আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, অর্থাৎ আপনি যদি নিজেকে তথ্যপ্রযুক্তি শিল্পের উপযোগী করে তুলতে চান তাহলে আপনার গন্তব্যস্থান হবে রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে।
প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।