Prime
Daily
হু হু করে জল ঢুকছে নদী বাঁধ ভেঙে
By Business Prime News | May 26, 2021
Daily
ইয়াসের ল্যান্ডফলে কার্যত বিধ্বস্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা। দীঘা থেকে শঙ্করপুর, মন্দারমণি থেকে মেদিনীপুর সব জায়গায় হু হু করে ঢুকে পড়ছে সমুদ্রের জল। এদিকে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে আতঙ্ক ক্রমশই বাড়ছে নদীর জলস্তর বেড়ে ওঠার সঙ্গে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি, ছোট কলাগাছি নদী, হিঙ্গলগঞ্জের ডাসানদী এবং বসিরহাটের ইছামতি নদীর জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে গ্রামে হু হু করে জল ঢুকছে।
তীব্র আতঙ্কে ভুগছে এলাকাবাসী। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির ছয়টি ব্লকের জন্য ১ কলম সেনা নামান হল।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা