Prime
Daily
সুন্দরবনে গ্রামগুলিতে নদী বাঁধ ভেঙে জল ঢুকছে হু হু করে, পরিস্থিতি সামাল দিতে নামল সেনা
By Business Prime News | May 26, 2021
উড়িষ্যায় ইয়াস আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টির দাপট।
রাতভোর এক টানা বৃষ্টিতে দুর্বল হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লাগোয়া সুন্দরবনের নদী বাঁধ গুলি। বসিরহাট মহকুমার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ লাগোয়া মোট সাতটি ব্লকের জন্য ১ কলম সেনা ইতিমধ্যেই নামান হয়েছে।
ইছামতি, বিদ্যাধরী, রায়মঙ্গল, ডাসা একাধিক নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। নদী পাড়ের মানুষরা রয়েছেন চরম আতঙ্কিত।
তবে আর কয়েক ঘন্টা বাদে যখন ঝড়ের গতিবেগ বাড়বে তখন কিভাবে সামাল দেবেন সুন্দরবন সংলগ্ন অঞ্চলের মানুষেরা নিজেদের জীবন, সম্পত্তিকে তা নিয়েই প্রশ্ন উঠেছে।
অঙ্কিত মুখার্জী, বসিরহাট