Daily
বাংলার একমাত্র পর্যটন জেলা, আলিপুরদুয়ার। ডুয়ার্সের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে পর্যটকের ভিড় থিক থিক করে প্রায় সারাবছর ধরেই। আর এবার সেই পর্যটন সাম্রাজ্যেই একটু অ্যাডভেঞ্চারাস টুইস্ট আনতে চলেছে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি। ডুয়ার্সের ট্যুরিজম মানচিত্রে এবার রিভার রাফটিং-এর স্বাদ পেতে চলেছেন অ্যাডভেঞ্চার লভাররা।
সুবিশাল পাহাড়কে পাশে রেখে খরস্রোতা তোর্সার বুকে এবার রিভার রাফটিং করতে পারবেন আপনিও। ভাবনা যুগান্তকারীই বটে। যদিও তিস্তা বাজার এলাকায় এই ব্যবস্থা রয়েছে, কিন্তু, পূর্ব ডুয়ার্সের চিলাপাতা, জলদাপাড়া, জয়ন্তী, বক্সার রিজিওনে এই টেস্ট একেবারে এক্সক্লুসিভ। এদিন সাকেসফুলি রিভার রাফটিং-এর টেস্ট ড্রাইভ সম্পন্ন করলো জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি। পর্যটন বাণিজ্যে পূর্ব ডুয়ার্সে যে বৈচিত্র্যের অভাবটুকু ছিল সেটা এই অ্যাডভেঞ্চার ট্যুরিজম এর হাত ধরে পূর্ণতা পাবে। আর বাণিজ্যের ভিত আরও শক্ত করতে সুন্দরী ডুয়ার্সের জন্য এটা একটা দারুন সুযোগ হতে চলেছে।
আলিপুরদুয়ার জেলার পর্যটন ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে জেডিএ-এর তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এর ফলে জয়গাঁর জায়গাটা বাংলার পর্যটন মানচিত্রে যে আরও দৃঢ় হবে, সে কথাই বললেন জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা।
তোর্সার বুকে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে যথেষ্ট আশাবাদী জেডিএ। আর এই পরিকল্পনার ফলে খুশির হাওয়া বইছে এলাকার পর্যটন ব্যবসায়ীদের মধ্যে।
অভিজিৎ চক্রবর্তী
আলিপুরদুয়ার