Daily

মৃত্যু হয়েছে ইয়াসের। তবু আতঙ্ক যায়নি। বর্তমানে ইয়াস শক্তি হারিয়েছে। এখন সে আর ঝড় নয়, অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঝাড়খণ্ডে ইতিমধ্যেই সে প্রবেশ করেছে। এর ফলে বুধবার রাত থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। বাদ নেই পূর্ব বর্ধমান। এদিকে ব্যপক বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে কুনুর নদীর। এমনিতেই প্রতিবছর বর্ষার সময় কুনুর নদীর জলস্তর অনেকটাই বেড়ে যায়। ফলে নদী সংলগ্ন গ্রামগুলোর প্লাবিত হবার আশঙ্কা থেকে যায়।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতার থানার বসতপুর গ্রামের পরিস্থিতি পরিদর্শন করতে এলেন থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জি, সঙ্গে ছিলেন ভাতার থানার ওড়গ্ৰাম ক্যাম্পের পুলিশ আধিকারিক কবীর উদ্দিন খান সহ অন্যান্য পুলিশকর্মীরা।
গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন তিনি। সঙ্গে নির্ভয়ে থাকতে আশ্বস্ত করেছেন তিনি। আপাতত কুনুর নদীতে এখনও বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। আর লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলেও প্রশাসন প্রস্তুত আছে। আগাম ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে বসতপুর স্কুলে। প্রয়োজনে সেখানেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে গ্রামবাসীদের।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান