Prime
Daily
ফুঁসছে নদী, ভাসছে গ্রাম
By Business Prime News | May 26, 2021
Daily
ঘূর্ণিঝড় ইয়াসের দাপট অব্যাহত। তার জেরেই জল থই থই হলদিয়া। ফুঁসে উঠছে নদী। প্রায় ৭-৮ ফুট পর্যন্ত উঠে গেছে নদীর জলস্তর। ফলে বিভিন্ন এলাকায় নদীর জল ঢুকে পড়েছে। নন্দীগ্রাম ১ নং ব্লকের নদী তীরবর্তী গ্রামগুলোয় উপচে পড়ছে নদীর জল। রাস্তা এবং নদী কার্যত এক হয়ে গেছে।
মন্দির থেকে লোকালয় সব জায়গাতেই নদীর উচ্চতা ক্রমশ বাড়ছে। এলাকায় নেমে পড়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা। সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষেরাও। এলাকাবাসীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে।
মানস আদক, পূর্ব মেদিনীপুর