Market
শেয়ার বাজারের রেকর্ড দৌড় ইতিমধ্যেই বিশ্ব বাজারের নজর ঘুরিয়েছে ভারতের দিকে। সেনসেক্স ৫৯ হাজারের ঘরে এবং নিফটিও উঠেছে নজিরবিহীন উচ্চতায়। আর এসবের কারণে শেয়ারের সামগ্রিক মূল্য বিবেচনা করলে ফ্রান্সকে টপকেছে ভারত।
কিন্তু দালাল স্ট্রিটের এই ভরা সংসারকে খুব একটা স্থায়ী হিসেবে দেখতে পাচ্ছেন না আর্থিক বিশ্লেষকরা। তাঁরা মনে করছেন চাহিদার চেয়ে বেশি টাকার জোগান এবং অতিমারি পরবর্তী সময়ে অর্থনীতির ঘুরে দাঁড়ানো। আর এই জোড়া ফলায় শেয়ার বাজারের এই দীর্ঘ উত্থান। যা বড় বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
অন্যদিকে বেড়েছে মিউচুয়াল ফান্ডের এসআইপি অ্যাকাউন্টের সংখ্যা। যা সাকুল্যে এসে দাঁড়িয়েছে ৪.৩ কোটিতে। বিশ্বে ভারতের বাজার সবচেয়ে দ্রুত উপরে উঠেছে। সব মিলিয়ে শেয়ার বাজার এখন ব্যপক চাঙ্গা। কিন্তু স্থায়িত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট