Market
মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এমনিতেই যখন ভোজ্য তেল থেকে বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উত্তরোত্তর মূল্যবৃদ্ধির কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ঠিক তখনই আরেকটি ধাক্কা। ১লা জুলাই থেকেই বাড়ল আমূল দুধের দাম।
পয়লা জুলাই থেকে প্রতি লিটার দুধের দাম বাড়ল ২ টাকা। বাড়ানো হল পাঞ্জাব, গুজরাত, দিল্লি সহ বেশ কিছু রাজ্যে।
আমূলের সবধরণের দুগ্ধজাত সামগ্রী যেমন আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল তাজা, আমূল টি-স্পেশ্যাল এবং আমূল স্লিম এবং ট্রিমের প্রতি লিটার দাম বেড়েছে ২টাকা করে।
কিন্তু কেন বাড়ল দুধের দাম? আমূল কো-অপারেটিভ সোসাইটির তরফ থেকে জানানো হয়েছে, ক্রমশই বেড়ে চলেছে কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রীর দাম। একইভাবে মূল্য বৃদ্ধি হয়েছে প্যাকেজিং-এর ক্ষেত্রেও। ফলে পুরনো দামে দুধ বিক্রি করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। তাই দাম বাড়ানোর সিদ্ধান্ত।
এমনিতেই রয়েছে মূল্যবৃদ্ধির বোঝা। ফলে সব জিনিসেরই দাম বাড়ছে নিত্য। চাল, ডাল, তেলের পর এবার দুধের দামও বেড়ে যাওয়ায় মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার মত অবস্থা। কিন্তু কবে এই মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাওয়া যাবে? সেই আশাতেই দিন গুনছেন আমজনতা।
ব্যুরো রিপোর্ট