Daily

বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা, পিএলআই প্রকল্পে জোর কেন্দ্রের। কেন্দ্রের আভাসে এটুকু স্পষ্ট যে, এই মুহূর্তে চাহিদার সঙ্গে পাল্লা দিতে পাখির চোখ বৈদ্যুতিক গাড়ি বা হইড্রোজেন চালিত গাড়ি শিল্পই। আর তাই গাড়ি শিল্প এবং ড্রোন সংস্থাগুলির জন্য পিএলআই প্রকল্পে সায় দিল কেন্দ্র। মূলত বৈদ্যুতিক এবং হাইড্রোজেন জ্বালানির আধুনিক প্রযুক্তি সম্বলিত গাড়ি এবং তার যন্ত্রাংশ তৈরির সংস্থাগুলি এই আর্থিক উত্সাহের সুবিধা পাবে।
এই প্রকল্পে সরকার বিনিয়োগ করেছে ২৬,০৫৮কোটি টাকা। গাড়ি সংস্থাগুলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও গাড়ির কোম্পানির মালিকদের একাংশের মুখে শোনা যাচ্ছে অন্য সুর। জিএসটি কমিয়ে নানারকম ভর্তুকি দিয়েও বিশেষ যে চাহিদা বেড়েছে বৈদ্যুতিক গাড়ি বিক্রির, তেমনটা নয়। শুধুমাত্র এদেশেই নয়, বিদেশের ছবিটাও এমনই। দেশের উত্পাদন শিল্পকে শক্তিশালী করে রফতানি বাড়ানো এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় ভারতের বিভিন্ন পণ্যের যোগদানের কথা অনেক দিন ধরেই বলে আসছে মোদী সরকার। সেই লক্ষ্যে গত বছর থেকে কয়েকটি পর্যায়ে ১৩টি ক্ষেত্রের জন্য মোট ১.৯৭ লক্ষ কোটি টাকার পিএলআই প্রকল্পের কথা ঘোষণা করা হয়।
কিন্তু আজ যে সংশোধিত প্যাকেজ ঘোষণা করা হল তাতে এক ধাক্কায় সেই বরাদ্দ বিপুল কমানো হয়েছে। অন্যদিকে মহামারীর জেরে যে হারে ধাক্কা খেয়েছে গাড়ি ব্যবসা, তার পরিপ্রেক্ষিতে যে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র, তা কতটা সুরাহা হবে, সে নিয়ে জন্মেছে একটা বড় জিজ্ঞাসাচিহ্ন।
ব্যুরো রিপোর্ট