Daily
তবে কি এবার ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষি সুনক? স্বাভাবিকভাবেই বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই এখন জোর চর্চায় উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। যিনি কয়েকদিন আগে পর্যন্ত ব্রিটেনের অর্থমন্ত্রীও ছিলেন। কিন্তু ঋষি সুনকের পরিচয় এখানেই শেষ নয়। ভারতীয় বংশোদ্ভূত ঋষি কিন্তু রাজনীতিতে আসার আগে ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী। এবং ইংল্যান্ডে বিনিয়োগ ব্যবসায়ী হিসেবে তিনি বেশ সুনামও অর্জন করেছেন। আসুন, আজ কথা চিনে নেওয়া যাক কে এই ঋষি সুনক।
১৯৮০ সালে ইংল্যান্ডের সাউদাম্পটণনে জন্ম হয় ঋষি সুনকের। পড়াশুনো শেষ করেছেন অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। রাজনীতির প্ল্যাটফর্মে ঋষি সুনকের নাম ব্রিটেনে তুমুল জনপ্রিয়তা পেলেও ঋষি কিন্তু ইংল্যান্ডের একজন সফল বিনিয়োগ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছিলেন দেশের ব্যবসায়িক মহলে। ঋষি ব্রিটেনে বেশ কিছু প্রথম সারির প্রতিষ্ঠানে বিনিয়োগ তো করেছিলেনই। একইসঙ্গে তাঁর বিনিয়োগ ছিল ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে। এছাড়াও বেঙ্গালুরুর তথ্য-প্রযুক্তি সংস্থায় তাঁর বিনিয়োগ ছিল ভালোরকম। এছাড়াও ঋষি সুনকের আরেকটি পরিচয় রয়েছে। তিনি ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই। বর্তমানে ঋষি এবং তাঁর স্ত্রী অক্ষতা হচ্ছেন বিশ্বের অন্যতম ধনী দম্পতি। তাঁর সম্মিলিত সম্পত্তির পরিমাণ ৭৩ হাজার লক্ষ পাউন্ড।