Daily

নমস্কার বন্ধুরা। আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজ। বিজনেস প্রাইম নিউজ সবসময়ই মানুষকে আত্মনির্ভরতার কথা বলে। সকলকে স্বনির্ভর হওয়ার কথা বলে। আজ তেমনই এক সর্বহারা মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প বলব আপনাদের।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নং ব্লকের সময়বসান গ্রামের অমূল্য পাত্র। দিঘা মোহনার কাছেই তার বাড়ি। বেশ কয়েকবছর ধরে মুরগীর ফার্মের ব্যবসা করছেন অমূল্যবাবু। রাস্তার ধারে দোকান, আর বাড়ির দোতলায় এবং বাড়ির পাশে ফার্ম রয়েছে অমূল্য বাবুর। রাস্তার ধারে দোকান হওয়ায় দিঘার পর্যটকদের কাছে বিক্রিও বেশ ভালোই ছিল।
সব কিছুই ভালো চলছিল। তবে ইয়াসের কারণে বিপুল ক্ষতির মুখে পড়েন অমূল্য বাবু। বাড়িতে জল ঢুকে যাওয়ায় ফার্মের প্রচুর মুরগি মারা যায়। এককথায়, কার্যত সর্বশান্ত হয়ে পড়েন অমূল্য বাবু। কিন্তু ইচ্ছেশক্তি যার প্রবল, ঘুরে দাঁড়াতে তাকে আটকায় কে? পাশে পেয়েছিলেন কৃষি দপ্তরকে। কৃষি দপ্তরের আতমা প্রকল্পের মাধ্যমে অমূল্য বাবু ব্রয়লার মুরগীর বদলে শুরু করে আরআইআর মুরগী চাষ। এই প্রকল্পে তাকে ১৬০ টি মুরগীর ছানা এবং খাওয়ার তুলে দেয় কৃষি দপ্তর।
কৃষি দপ্তর থেকে একেবারে প্রপার ইনভিজিলেশনের মাধ্যমে অমূল্য বাবুকে সাহায্য করেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে অমূল্য বাবুর ব্যবসা বাড়াতে সব্রকম সহযোগিতা করেব কৃষি দপ্তর।
তবে ঠিক কি কারণে ব্রয়লার মুরগী ছেড়ে আরআইআর মুরগী চাষ করছেন অমূল্য বাবু? শুনে নেব তার মুখ থেকেই।
কৃষি দপ্তরের এই আতমা প্রকল্পের সহযোগিতা পেয়ে উপকৃত হয়েছেন অমূল্য বাবু। ভবিষ্যতে ব্যবসা বাড়ানোর আশা রাখছেন তিনি। পাশে চাইছেন সরকারকে।
প্রসূন ব্যানার্জি
পূর্ব মেদিনীপুর