Market
অতিমারি পরিস্থিতিতে যখন কর্মসংকটে দেশ ভুগছে তখন আগামী তিন বছরে আরও দেশে আরও ১০ লক্ষ কর্মসংস্থানের আশা জোগালেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ অম্বানীর এই প্রতিশ্রুতি দেশের বেকার মানুষের মনে যে কিছুটা হলেও অক্সিজেন জোগাল, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর দাবি, আগামী পাঁচ বছরে তিনগুণ বেড়ে যাবে রিটেলের ব্যবসা।
মুকেশ অম্বানী জানিয়েছেন, করোনা অতিমারির সময়ে রিলায়েন্স শুধু নিজেদের কর্মীদের চাকরিই সুরক্ষিত রাখেনি, বরং আরও ৬৫ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশে বর্তমানে রিলায়েন্স রিটেলে ২ লক্ষ কর্মচারী কাজ করেন। আগামী তিন বছরে সংস্থা ১০ লক্ষে নিয়ে যাবার লক্ষ্যমাত্রা রেখেছে।
বর্তমানে রিলায়েন্স রিটেল স্টোরের সংখ্যা ১২,৭১১। যা ইতিমধ্যেই দেশের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থবর্ষে আরও বেশ কয়েকটি স্টোর খুলে কর্মসংস্থানের পথকে মসৃণ করে দেবে বলেই মনে করা হচ্ছে। তবে রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী জানিয়েছেন, এই মুহূর্তে রিটেল ব্যবসার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবং ক্রমশই তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ব্যবসার বৃদ্ধি অন্তত তিনগুণ হবে। ফলে কর্মসংস্থানও হবে বলেই জানিয়েছেন রিলায়েন্স প্রধান।
ব্যুরো রিপোর্ট