Market

হাসি চওড়া হল রিলায়েন্স চিফ মুকেশ অম্বানির। আবারো এক ধাক্কায় বড়সড় লাভের মুখ দেখল রিলায়েন্স। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লাভের অঙ্ক দাঁড়িয়েছে ১৫,৪৭৯ কোটি টাকায়। গত বছরের থেকে প্রায় ৪৬ শতাংশ বেশি। সংস্থা সূত্রে খবর, এই বিপুল লাভ এসেছে রিলায়েন্সের প্রধান তিনটি শাখা অয়েল টু কেমিক্যাল, রিটেল এবং টেলিকম সেক্টর থেকে।
উল্লেখ্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই বছরে লাভ করেছে ১.৭৪ লক্ষ কোটি টাকা। গত বছরের থেকে এই লাভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৯.৮ শতাংশ। সম্প্রতি সংস্থার তরফ থেকে এই খবর প্রকাশিত হওয়ায় প্রমাণিত হল বিশ্ব বাজারে রিলায়েন্সের গুরুত্ব অনেকটাই বেড়েছে।
সংস্থার এই বিপুল লাভের কথা জানিয়ে মুকেশ অম্বানি বলেছেন, প্রাক-অতিমারি পর্যায়ে রিলায়েন্সের উত্থান নিঃসন্দেহে সামনের পথ অনেকটা মসৃণ করেছে। অয়েল টু কেমিক্যাল এবং ডিজিটাল সার্ভিসের ব্যবসাতেও রিলায়েন্স নিজের উত্থানকে ধরে রেখেছে ভালোরকম। উল্লেখ্য, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিও’র ব্যবসা পৌঁছে গিয়েছে ৩,৭২৮ কোটি টাকায়। রিটেলে লাভের অঙ্ক বেড়েছে ৪৫,৪২৬ কোটি টাকায়। এবং অয়েল টু কেমিক্যাল সেক্টরে রিলায়েন্সের ব্যবসার অঙ্ক পৌঁছে গিয়েছে ১,০৮,৭৫০ কোটি টাকায়। গত বছরের থেকে এই বৃদ্ধি হয়েছে ৪৪.১ শতাংশ।
ব্যুরো রিপোর্ট