Trending

অনলাইনে বিক্রি বেড়েছে মোবাইলের। দৌড়ে এগিয়ে রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট। যে কারণে মোবাইল ব্যবসায়ীরা, যারা অনলাইনের সঙ্গে যুক্ত নন, তাঁদের আগামী দিনগুলো নিয়ে তৈরি হয়েছে এক প্রবল অনিশ্চয়তা। ক্রেতাদের মধ্যে আবারও অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে মোবাইল কেনার হিড়িক কমাতে দুর্দান্ত পদক্ষেপ নিতে চলেছে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স গ্রুপ। জানা গিয়েছে, অফলাইনে মোবাইল বিক্রিকে আবারও ফেরাতে গোটা দেশ জুড়ে চালু হতে চলেছে জিও মার্ট ডিজিটাল স্টোর। কিন্তু কি এই জিও মার্ট ডিজিটাল স্টোর?
জিও মার্ট ডিজিটাল স্টোরে যেমন থাকবে সংস্থার নিজস্ব স্মার্টফোন তেমনই রাখা হবে অন্যান্য সংস্থার ফোনও। এছাড়াও এই ডিজিটাল স্টোরে থাকবে জিও ফোন নেক্সট। গুগলের সঙ্গে জিও গাঁটছড়া বাঁধার পর এই মোবাইলের চাহিদা ক্রমশই বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেক টেক বিশেষজ্ঞরাই। এছাড়াও মনে করা হচ্ছে জিও স্মার্ট ফোন নেক্সটের দাম অন্যান্য মোবাইল অপেক্ষা অনেকটাই কম হবে। যার দরুণ, মোবাইল ব্যবসায়ীরাও তাঁদের দোকানে এই ফোন রাখতে আগ্রহ দেখাবেন। রিলায়েন্সের আশা, জিও স্মার্ট ফোন নেক্সট নিঃসন্দেহে গ্রাহকদের মধ্যে যথেষ্ট চাহিদা তৈরি করবে।
দেশ জুড়ে জিও মার্ট ডিজিটাল স্টোর খোলা হবে অন্তত ৮ হাজার। আর সেখানেই বিক্রি হবে জিও স্মার্ট ফোন নেক্সট সহ অন্যান্য সংস্থার মোবাইলও। উল্লেখ্য, শাওমি বা ওপ্পো বা রিয়ালমি’র মত ফোনের চাহিদা এই বছর তুঙ্গে থেকেছে। একদিকে যখন বিদেশি সংস্থাগুলি দেশীয় বাজারকে ধরছে ঠিক তখনই রিলায়েন্সের জিও যেভাবে দেশীয় বাজারে নেমে অন্যান্য ফোনের সংস্থাগুলিকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলছে তা নিঃসন্দেহে দেশীয় বাজারকে চাঙ্গা করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট