Market

এবার সম্পূর্ণ নতুন একটি দিক খুলতে চলেছে রিলায়েন্স। দূষণ মুক্ত ব্যবসায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ অম্বানী। আগামী ৩ বছর এই প্রকল্পের আওতায় থেকে চারটি গিগা ফ্যাক্টরি তৈরি করা হবে গুজরাতের জামনগরে। বৃহস্পতিবার সংস্থার ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্তের কথা জানান রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী।
জানা গিয়েছে, এই বিপুল বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলিতে ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার জন্য জামনগরে ঠিক করা হয়েছে ৫ হাজার একর জায়গা। এখানে তৈরি গিগা কারখানার নাম হতে চলেছে ‘ধীরুভাই গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স’। আগামী ১৫ বছরের মধ্যে কার্বন মুক্ত ব্যবসা গড়ার লক্ষ্যেই রিলায়েন্স কর্ণধারের এটাই প্রথম পদক্ষেপ।
ব্যুরো রিপোর্ট